কামিল-এম এম (মুমতাজুল মুফাসসিরীন);
খতীব, রুপায়ন টাউন কেন্দ্রীয় জামে মসজিদ;
চেয়ারম্যান, জামালী তা’লীমুল কোরআন ফাউন্ডেশন
৩০ টি ক্লাস এক ঘন্টা করে প্রতিদিন
৩০ টি ক্লাস এক ঘন্টা করে প্রতিদিন
৩০ টি ক্লাস এক ঘন্টা করে প্রতিদিন
একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা এবং মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য কেউ যদি দীনি হালাকাহর আয়োজন করতে চান, তাহলে নিম্নোক্ত ফরমটি পূরণ করুন।
গুরুত্বপূর্ণ কাজে সাক্ষাৎ করতে চাইলে এখানে আবেদন করুন। আবেদন গৃহীত হলে যোগাযোগ করা হবে।
শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। বিদগ্ধ আলোচক, লেখক ও খতীব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা-সেমিনারে লেকচারসহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দীন। দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ ছড়িয়ে দিতে শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন প্রতিষ্ঠা করেছেন ‘ ’।
+8801743115887 jamaliquran@gmail.com
Don’t miss our future updates! Get Subscribed Today!